Friday, August 15, 2025

একটি মেয়ের বড় হবার গল্প

 


একদিন হুট করে বড় হইয়া গেলাম। যে গামছা দিয়া চুল বানাতাম সেইটা ছিঁড়ে গেলো।
আমার মাথায় গজাইলো লম্বা লম্বা চুল। এরপর টের পাইলাম লম্বা চুলে আর ছোটবেলার মতোন মজা লাগতেসে না!
কাপড়ের পুতুলের একটা শাড়ি হারাইলেও যে আমি ডুকরে কাঁদতাম,আমার চোখের সামনেই আমার সব প্রিন্সেস ড্রেস আম্মা কারে কারে জানি দিয়া দিলো। 😩কিন্তু আমার একফোঁটাও দুঃখ হইলোনা!
মাসের পর মাস কাইটা গেলো, দেখলাম আব্বা আমার জন্য আর পুতুলের ব্রাশ কিনেনা, গোলাপি ফুল ছাপানো ব্যাগ আনেনা। হাতে টাকা দিয়া বলে 'যা পছন্দ হয় কিনা নিও'। যে আমি আব্বার আঙুল না ধইরে বাড়ির উঠান পার হইতাম না ছেলেধরার ভয়ে, সে আমি ক্যামনে ক্যামনে জানি পুরা শহর চিইনা গেলাম।
এরপর একদিন ঘরে বড় আয়োজন হইলো, আমার পুতুল না সাজায়া সবাই আমারে সাজাইলো। ধূলা দিয়া ভাত আর ইটের টুকরার গোসতের বদলে টেবিলে সত্যিকারের নানান পদ সাজানো হইলো। লম্বা চুলে খোঁপা কইরা দিতে দিতে আম্মা কাঁদো কাঁদো গলায় বললো-
-" আমার মেয়েটা কতো বড় হয়ে গেলো।"
সেদিন বুঝলাম ছোট্ট আমি-র বড় হবার স্বপ্ন পূরণ হইলো!
মনে চাইলো চিৎকার দিয়া বলি-
-"বড় হয়ে ঠকে গেলাম। বিশ্বাস করো এই বড়বেলা আমার ভালো লাগেনা"



No comments:

Post a Comment

একটি মেয়ের বড় হবার গল্প

  একদিন হুট করে বড় হইয়া গেলাম। যে গামছা দিয়া চুল বানাতাম সেইটা ছিঁড়ে গেলো। আমার মাথায় গজাইলো লম্বা লম্বা চুল। এরপর টের পাইলাম লম্বা চুলে আর ...